রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

উত্তপ্ত পরিস্থিতি পেরিয়ে অবশেষে নেপালে সঞ্জয় দত্ত, সফরে আধ্যাত্মিকতার ছোঁয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৭:৩৯

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের ২০২৫ সালে নেপাল ভ্রমণের পরিকল্পনা থাকলেও সে সময় দেশটির উত্তপ্ত পরিস্থিতির কারণে সফরটি বাতিল করতে হয়। তবে এবার আর কোনো দ্বিধা না রেখে নেপালেই পাড়ি জমালেন তিনি। এই সফরে সঞ্জয়ের সঙ্গী হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা রাহুল মিত্র।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সঞ্জয় দত্তের জীবনে শিবভক্তির একটি গভীর অধ্যায় রয়েছে। কারাবাসে কাটানো সময়েও নিয়মিত শিবপুরাণ পাঠ করতেন তিনি। বন্ধু রাহুল মিত্রের ভাষ্য অনুযায়ী, শিবের সঙ্গে সঞ্জয়ের এক অদ্ভুত আত্মিক যোগ রয়েছে। রাহুল বলেন, “এবার যেন বাবার ডাক এসেছে। তাই কোনো সাতপাঁচ না ভেবেই নেপাল যাওয়ার সিদ্ধান্ত নেয়।”

সঞ্জয় দত্তকে ঘিরে অতীতে একাধিক বিতর্ক ও আলোচনা হয়েছে—কখনো কারাবাস, কখনো গুরুতর শারীরিক অসুস্থতা। তবে সম্প্রতি অভিনেতার জীবনে যেন এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া দেখা যাচ্ছে। দর্শকমহলে প্রশংসিত হয়েছে তার অভিনীত সর্বশেষ ছবি ‘ধুরন্ধর’। ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে অনেকদিন পর পুরোনো ফর্মে ফিরেছেন সঞ্জয় দত্ত—এমনটাই মত দর্শকদের।

এই সফরকে ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কি সিনেমার সাফল্যের আনন্দেই নেপাল ভ্রমণ? নাকি এটি শুধুই শিবদর্শন ও আত্মিক প্রশান্তির খোঁজ? জানা গেছে, নেপালে গিয়ে সঞ্জয় শুধু মন্দির দর্শনই করেননি, ভক্তদের সঙ্গে সাক্ষাৎও করেছেন। পাশাপাশি উপভোগ করেছেন স্থানীয় খাবার।

বন্ধু রাহুল মিত্র জানান, সঞ্জয় দত্ত ভ্রমণের সময় স্থানীয় খাবার খেতে দারুণ পছন্দ করেন। এর আগেও অরুণাচল প্রদেশ কিংবা রাজস্থানে ভ্রমণের সময় তারা ডাল-ভাত, মসুর ডালের বড়া, নুডলস স্যুপ, মটন কাটিয়ার মতো খাবার উপভোগ করেছেন। নেপাল সফরেও এর ব্যতিক্রম হয়নি।

সব মিলিয়ে, সঞ্জয় দত্তের এই নেপাল সফরে আধ্যাত্মিকতা, বন্ধুত্ব এবং সংস্কৃতির স্বাদ—সবকিছুরই মেলবন্ধন দেখা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top