ইউএনডিপির নির্বাহী সদস্য হলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ সংস্থা ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএসে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সোমবার জাতিসংঘ সদর দফতরে ব্যালটের মাধ্যমে ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) অঙ্গ সংস্থাগুলোর নির্বাচন হয়।
ফোরামের ৫৪ ভোটের মধ্যে ৫৩টি ভোট পেয়েছে বাংলাদেশ। একটি সদস্য দেশ ভোট দেয়ায় বিরত ছিল।
২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত বাংলাদেশ ১ জানুয়ারি থেকে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেবে।
বাংলাদেশ এখন ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।