স্কুলে কমছে উপস্থিতি, ক্ষতির মুখে শিক্ষার্থীরা
ফারহানা মির্জা | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩, ১১:৪৮
টানা অবরোধের কারণে স্কুলে শিক্ষার্থীদেড় উপস্থিতি কমে যাচ্ছে।রাজনৈতিক উত্তেজনার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, একটানা অবরোধে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ রকম চলতে থাকলে বড় ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা।
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে জন্য স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরে আনা হয়েছে। এ ছাড়া শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়াও। আগামী ফেব্রুয়ারিতে হবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এই অবস্থায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাজনৈতিক উত্তেজনা। একে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন আতঙ্কে। পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অভিভাবকরা বলছেন, রাজনৈতিক উত্তেজনা থাকলে সন্তানদের নিয়ে বের হওয়া নিয়ে একটা মানসিক চাপ থাকে। আর শিক্ষার্থীরা বলছে, নিয়মিত শিক্ষার্থীরা স্কুলে না আসায়, ক্লাসে অর্ধেকের কম শিক্ষার্থী উপস্থিত থাকছে। এতে করে পড়াশুনার যে নিয়মিত মূল্যায়ন সেটা করা যাচ্ছে না।
যদিও স্কুল কর্তৃপক্ষের মতে, স্বাভাবিক রুটিন চালু রাখা হয়েছে। তবে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কমেছে। এ প্রসঙ্গে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল দিলরুবা বেগম বলেন, 'আমরা স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছি, সিলেবাস রিভিশন চলছে।'শিক্ষা গবেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ধারা স্বাভাবিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ঠিকভাবে পরীক্ষা দিতে পারে, ঠিক সময়ে ভর্তি হতে পারে সেটা নিশ্চিত করা একান্ত জরুরি।
এদিকে অবরোধের কারণে অনেক স্কুল অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানালেন, শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি এগিয়ে চলছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।