শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে গুলি-বোমা-কারফিউ: রাজনীতির নতুন উত্তাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৭:১৩

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশ, এনসিপি, আর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন অন্তত ৪ জন। গুলিবিদ্ধ হন আরও ৯ জন, আহত হয়েছেন পঞ্চাশাধিক।

এই ঘটনার পরই বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে জেলা প্রশাসন। কারফিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত—টানা ২২ ঘণ্টা। শহরজুড়ে মোতায়েন আছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ও বিজিবির ৪ প্লাটুন। সড়কে টহল চলছে, মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।

আজ বৃহস্পতিবার সকালেও শহরের চিত্র থমথমে—রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে, দোকানপাট বন্ধ, যানবাহনের চলাচল নেই বললেই চলে। বুধবার রাতেই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। তখনই রাস্তায় নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন—পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পরিবেশ থমথমে। অভিযান চলছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একাধিক গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে,তবে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি প্রশাসন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন—পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জ যেন বাংলাদেশের কেন্দ্রবিন্দু, অথচ সেখানেই আজ প্রশ্ন—এটা কি রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি গণতন্ত্রের ওপর আঘাত?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top