বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সোহেল তাজের নতুন বোমা: ছাত্রদের হত্যাচেষ্টা করেছিলেন ডেভিল রানী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৭:২৭

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বললেন তারই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ! নিজ দলের নেতা, দেশের ইতিহাসে প্রথম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগকারী ব্যক্তিত্ব, এবার মুখ খুললেন নির্ভয়ে—আর তীর ছুঁড়ে দিলেন সরাসরি শেখ হাসিনার দিকে!

১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ভয়াবহ হামলার পর বিস্ফোরক মন্তব্য করলেন সোহেল তাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার জন্য সরাসরি দায়ী করলেন ক্ষমতাসীনদের। এবং ইঙ্গিত করলেন শেখ হাসিনার দিকেই।

আমি মনে করি ১৬ জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের নেতাদের হত্যার হীন চেষ্টা।— লেখেন সোহেল তাজ।

আর এখানেই আসে সেই বিতর্কিত বাক্য: আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।— স্পষ্টতই ইঙ্গিত শেখ হাসিনার দিকেই।

সোহেল তাজ আরও বলেন: হত্যা, গুম, গণহত্যা, দুর্নীতি করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, গোপালগঞ্জের সহিংসতার মতো
সন্ত্রাসী কায়দায় সারা দেশে আক্রমণের নির্দেশ দেওয়া হচ্ছে।

১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, গুলি, এবং প্রাণহানির ঘটনা দেশজুড়ে তোলপাড় তো করছেই, তার ওপর সোহেল তাজের এমন প্রকাশ্য আক্রমণ আওয়ামী লীগ ও প্রশাসনের ভেতরে নতুন এক চাপ সৃষ্টি করেছে।

যিনি একসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এখন শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বলছেন! এই বদলে যাওয়া অবস্থানকে কীভাবে দেখছে রাজনীতি?

এই বক্তব্যের পর থেকেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সোহেল তাজকে নিয়ে নানা কটাক্ষ শুরু করেছে। কেউ বলছে, তিনি এখন ‘বিকৃত’ বা ‘প্রতিহিংসাপরায়ণ’। আবার অনেকে বলছে—শেষমেশ শেখ হাসিনার ঘনিষ্ঠরাও মুখ খুলতে বাধ্য হচ্ছেন!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top