গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, বিএনপি মহাসচিবের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৭

গোপালগঞ্জে ফের রাজনৈতিক উত্তেজনা—জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানালেন এক বিবৃতিতে।
আজ (বুধবার), গোপালগঞ্জ শহরের কেন্দ্রস্থলে পূর্বঘোষিত কর্মসূচি পালন করছিল জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। সমাবেশের আগেই হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা—ব্যানার ছেঁড়া, চেয়ার ভাঙচুর, হঠাৎ করে ককটেল বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
এই ঘটনায় গোপালগঞ্জের ইউএনও’র গাড়ি বহর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়। আহত হন পুলিশের অন্তত ৩ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নামানো হয়েছে। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন: ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের পর, দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় আছে। গোপালগঞ্জের এই হামলা তারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে তারা এখন ইন্টারিম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন: এসব অপতৎপরতা রুখতে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে গণতন্ত্র আবারও বিপন্ন হবে। গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার আভাস দিচ্ছে।
বিএনপি মহাসচিবের বিবৃতি ইঙ্গিত করছে—এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধী দলগুলো তাদের অবস্থান আরও স্পষ্ট করতে চলেছে। গণতন্ত্রের পথ যতটা সহজ নয়, ততটাই প্রয়োজন ঐক্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ আন্দোলনের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।