রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে দীর্ঘদিন সীমিত পরিসরে চলার পর স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরমধ্যে ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ বিক্রি হবে কাউন্টারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানান।

এর আগে করোনা সংক্রমণের কারণে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। এর মধ্যে ৩১ মে থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে রেলওয়ে। এরপর ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন রুটের ট্রেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top