মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর: সেলিমা রহমান
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮
মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা করে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। গত একমাসেই বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে এ কথা বলেন তিনি।
সেলিমা অভিযোগ করেন, ২৮ নভেম্বর সরকার নিজেরা সহিংসতা করে তা পণ্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে।
বাংলাদেশে যত নিপীড়ন হচ্ছে, বিশ্বের কোথাও এমন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই। জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন শুরু করে বিএনপি। তবে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা তোপখানা রোড এলাকায় এসে জড়ো হতে থাকেন। এ সময় পুরানা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার নিয়ে অবস্থান নেন। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠন ও বিরোধীদল মানববন্ধনের জন্য অবস্থান নেয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।