আয়ানকে হারিয়ে বুক খালি হয়েছে, আর কারও যেন না হয়!

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪, ১৬:৫২

ছবি: সংগৃহীত

৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করানোর জন্য পাঁচ বছরের শিশু আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার শরীরে অ্যানেসথিসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বুধবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিশু আয়ানের চাচা মো. মানিক বলেন, “আয়ানকে হারিয়ে আমাদের বুক যেভাবে খালি হয়েছে আর কারও যেন না হয়। আমরা ধারণা করেছিলাম আয়ানের মৃত্যু আরও আগেই হয়েছে কিন্তু তারা সেটা প্রকাশ করেনি। ৭ জানুয়ারি নির্বাচনের দিন তারা সেটা প্রকাশ করে যাতে ঘটনা ধামাচাপা দেওয়া যায়। এর পর তারা আমাদের ৬ লাখ টাকার বিল ধরিয়ে দেয়।“

মানববন্ধনে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন এবং এই সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আরও বলেন, “আয়ানের এই অপমৃত্যুর মাধ্যমে আমাদের চিকিৎসাব্যবস্থার দৈন্যতা প্রকাশ পেয়েছে। আয়ানের জায়গায় আজকে আমি, আপনি, আমাদের পরিবারের যে কেউ থাকতে পারত। দেশের এই দৈন্য চিকিৎসার বিরুদ্ধে তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে। ভুল চিকিৎসার জন্য ইডেন কলেজের আমাদের এক বোন ও তার বাচ্চা গত বছর সেন্ট্রাল হাসপাতালে মৃত্যু হয়। সে ঘটনার কাঙ্ক্ষিত কোনো বিচার আমরা পাইনি।“

সম্পাদনাঃ রাশেদ রাসেল

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top