নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক:
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর করোনা শনাক্ত হয়।
করোনায় আক্রান্ত হলেও প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে শ্বাসকষ্টের তেমন জটিলতা নেই।
এর আগে শনিবার নৌ প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশারও করোনায় আক্রান্ত হন।
খালিদ মাহমদু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।