প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর
রাশেদ রাসেল | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১০:০০
                                        প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তিনি (ইহসানুল করিম) অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম হারালো একজন প্রিয় সহকর্মীকে এবং আমি হারালাম একজন বিশ্বস্ত কর্মকর্তাকে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিষয়: প্রধানমন্ত্রী

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।