রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

৫৭০ টাকায় গরুর মাংস!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৩:৪৫

ছবি: সংগৃহীত

গরুর মাংস পাওয়া যাচ্ছে মাত্র ৫৭০ টাকা কেজি দরে, তাও আবার রাজধানী ঢাকাতেই।

বিসমিল্লাহ গরু-খাসির মাংস সাপ্লাই নামের দোকানটি অবস্থিত পুরান ঢাকার নয়াবাজারের আরমানিটোলার আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের সামনে। এখানে ৫৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস।  

বাজারে যখন গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, ঠিক তখন রাজধানীর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে হৈচৈ ফেলে দেন। রোজার শুরু থেকেই তিনি এই দামে মাংস বিক্রি করছেন। তবে তাঁর চেয়ে আরো ২৫ টাকা কমিয়ে ৫৭০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন পুরান ঢাকার নয়াবাজারের ব্যবসায়ী নয়ন আহমেদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top