বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

৩০০ ফিটে তারেক রহমানের গণসংবর্ধনা: সকাল থেকেই স্লোগানে মুখর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরছেন তারেক রহমান! চারদিকে শুধু স্লোগান আর মানুষের ঢল। আজ ২৫শে ডিসেম্বর। সকাল থেকেই রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে পূর্বাচলের 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে' পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোরের আলো ফুটতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন হাজারো নেতা-কর্মী।

৩০০ ফিট এলাকায় ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। পুরো রাস্তা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। যারা দূরে থাকবেন, তাদের দেখার জন্য বসানো হয়েছে বড় বড় ইলেকট্রনিক স্ক্রিন ও শতাধিক মাইক।

বাতাসে ভাসছে—‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগান। নেতা-কর্মীদের দাবি, তাদের নেতার ফেরার মাধ্যমেই পুনরুদ্ধার হবে দেশের গণতন্ত্র। নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবির পাশাপাশি প্রস্তুত রয়েছে সিএসএফ-ও।

বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি আসবেন এই গণসংবর্ধনা মঞ্চে। জনদুর্ভোগ এড়াতেই ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top