১৭ বছর পর ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা ও বিমানবন্দর
তারেক রহমানের প্রত্যাবর্তন: পূর্বাচলে স্মরণকালের বড় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষ! অবশেষে প্রিয় জন্মভূমিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। সাথে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিচ্ছে না প্রশাসন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মোতায়েন থাকছে হাজার হাজার পুলিশ। পুরো কার্যক্রম তদারকি হবে ডিএমপি সদরদপ্তর থেকে। এমনকি আজ সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরে দর্শকদের প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায়। সেখানে আয়োজিত হতে যাচ্ছে স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনা। বর্তমানে গুলশানের বাসভবন ও দলীয় কার্যালয়ে চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তনকে দেখা হচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।