ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৩:৪০

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শুক্রবার ২২ মার্চ থেকে বাসের অগ্রীম টিকিট শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২২ মার্চ) সকাল থেকেই আন্ত জেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। একইসঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারে, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে শুভঙ্কর বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top