লন্ডন থেকে ঢাকায় ফিরলো জাইমা রহমানের প্রিয় বিড়াল জেবু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২
তারেক রহমান দেশে ফিরছেন, এটা তো বড় খবর। কিন্তু তার সাথে ঢাকায় পা রাখলো আরও একজন সেলিব্রেটি! যার নাম ‘জেবু’। চিনতে পেরেছেন? এই সেই বিখ্যাত লোমশ বিড়াল, যার ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
জেবু মূলত ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা সাইবেরিয়ান বিড়াল। এই ঐতিহাসিক ফেরা উপলক্ষে জেবুর নামে খোলা হয়েছে একটি অফিশিয়াল ফেসবুক পেজ! বিএনপির সিজিটি টিমের প্রধান সাইমুম পারভেজ নিজেই এই পেজের কথা নিশ্চিত করেছেন।
কেন জেবু এত জনপ্রিয়? চলতি বছরের শুরুতে মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হলে সে সবার নজর কাড়ে। তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এটি মূলত আমার মেয়ের বিড়াল, কিন্তু এখন এটি সবার হয়ে গেছে।
আজ লন্ডন থেকে সপরিবারে আসা বিমানে জাইমা রহমানের কোলেই ঢাকায় পৌঁছেছে জেবু। বিড়ালপ্রেমীদের জন্য এই পেজে জেবুর নানা মজার ছবি আর স্যাটায়ার ধাঁচের কন্টেন্ট থাকবে বলে জানা গেছে। জেবুর এই প্রত্যাবর্তন যেন উৎসবের আমেজে এক চিমটি আনন্দ যোগ করলো।
কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে যখন টানটান উত্তেজনা, তখন জেবুও ছিল তার পরিবারের সাথে। রাজনীতি আর গাম্ভীর্যের মাঝে জেবুর এই কিউট উপস্থিতি ভক্তদের বেশ আনন্দ দিচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।