সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১:৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বিএনপির সিনিয়র নেতারা। অবতরণের পর তিনি বিশেষ বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে রওনা হন এবং বর্তমানে খিলক্ষেত পার হয়ে উড়ালসেতু অতিক্রম করছেন।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি চারটি ছবি শেয়ার করে লিখেছেন, “সবার প্রতি কৃতজ্ঞতা।”
এদিন গুলশানের ১৯৬ নম্বর বাড়ি সাজানো হয়েছে, যেখানে তারেক রহমানের স্ত্রী ও কন্যা ইতোমধ্যে পৌঁছেছেন। সংবর্ধনা মঞ্চে ভাষণ শেষ হওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।