জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান: জনসমুদ্রে লাল-সবুজ বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

সংগৃহীত

১৭ বছরের দীর্ঘ নির্বাসন, ৬ হাজার ৩১৪ দিনের অপেক্ষা! অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণের পর এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক পুনর্মিলন শেষে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এরপর পরিবারকে বিদায় দিয়ে তারেক রহমান ওঠেন বিশেষভাবে প্রস্তুত করা সেই লাল-সবুজ বাসে। দুপুর ২টায় তার গাড়িবহর প্রবেশ করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। বাসের সামনে দাঁড়িয়ে দু’হাত নেড়ে নেতা-কর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন তিনি।

যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগোচ্ছে তার এই বিশাল গাড়িবহর। এক্সপ্রেসওয়ে হয়ে তিনি যাচ্ছেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা জনসভায়। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন আগামীর এই কান্ডারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top