ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিতিশীল করতে চাইছে বিএনপি

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৫:১৯

ছবি: সংগৃহীত

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২২ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের পণ্য বয়কট করা যাবে না। যারা তাদের পণ্য বয়কট করবে তারাই দেশ থেকে বয়কট হয়ে যাবে। বিএনপির বয়কটের ডাক কেউ শুনবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে। বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top