কেন গরুর মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়ালেন খলিল?

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৬:২২

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মাংস ক্রেতাদের কাছে আলোচিত এক নাম খলিল। কম দামে গরুর মাংস বিক্রি করে দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি। 

রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী ও খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান। হঠাৎ গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি। কারণ জানিয়ে খলিল বললেন, ‘চাপে পড়ে’ কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়েছেন তিনি।

রমজানের আগে থেকেই প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আসছিলেন খলিলুর রহমান। কিন্তু এই দামে আর বিক্রি করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, এখন থেকে প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় বিক্রি করবেন।

খলিল বলেন, খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে।

‘চাপে আছেন’ বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আমি এখন আর খুব বেশি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। পরে এ বিষয়ে বিস্তারিত কথা বলা যাবে।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top