রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫১

নিজস্ব প্রতিবেদক:

নাব্যতা সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধে যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী পারের জন্য ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ থাকতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কের উথুলী এলাকায় ঘাটমুখী শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী ঘাটে পাঠানো হবে ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মোঃ. সালাম হোসেন জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকার দুইটি ট্রাক টার্মিনালে কমপক্ষে চার শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারের জন্য অপেক্ষমাণ রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top