শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের ব্যারিকেড ভেঙে যেভাবে শাহবাগ দখলে নিলেন কোটাবিরোধীরা

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২২:৫৯

ছবি: সংগৃহীত

কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বলে জানিয়েছিল।

দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেডের প্রস্তুতি নিচ্ছিল কোটাবিরোধীরা। বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশের জলকামান-ট্যাংক ঘিরেও বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে নানা বার্তা দিতে থাকে।

শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যেতে এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের উদ্দেশে মাইকে বলেন, লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও। তবে পুলিশের এই বার্তা কানে না নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটাবিরোধীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘শিক্ষার্থীরা আজ একসঙ্গে লাইব্রেরি থেকে শাহবাগ যাবে এবং শাহবাগে অবস্থান করবে। আমরা এ পর্যন্ত সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে এসেছি। আজকেও তাই করব। কিন্তু কোনো অতি উৎসাহী পক্ষ পায়ে পাড়া দিয়ে লাগতে আসলে তার দায়ভার তাকেই নিতে হবে।’

দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানিয়েছিল, কোটাবিরোধী আন্দোলনের নামে জনসাধারণকে ব্যাঘাত করলে ছাত্রলীগ তা রুখে দেবে। আজ বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করার ঘোষণাও দিয়েছিল সংগঠনটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top