সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন শিক্ষক নেতারা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৬:১২

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই জটিল একটি পরিস্থিতি বিরাজ করছে।

সেই ধারাবাহিকতায় আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সন্তোষজনক হয়েছে’।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বেলা ১টার দিকে অনানুষ্ঠানিক বৈঠকটি শেষ হয়।

বৈঠক শেষে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাব।’

বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে তিন দফা দাবি, সেটা নিয়েই আলোচনা হয়েছে।’

আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একজন জাতীয় নেতা। উনি একজন সংসদ সদস্য। তাছাড়া উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এখানে এসেছেন।’

অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া আরও বলেন, ‘আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাষ্ট্রের সেকেন্ড ম্যান তাই ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top