ছাত্রলীগের হামলা আওয়ামী জাহেলিয়াতের যুগ: ছাত্রদল
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১৪:৫২
সরকারি চাকরিতে কোটা সংষ্কারের দাবিতে সর্বাত্মকভাবে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে আগামীকাল বুধবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, আমরা যে বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, তা হচ্ছে ইডেন কলেজের একজন ছাত্রী বোনকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসী আক্রমন করেছে। যুদ্ধের মাঝেও কিছু নিয়ম-কানুন থাকে যে, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করা যাবে না।
কিন্তু ছাত্রলীগের সন্ত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে গিয়েও আহত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এটা স্বাধীনতার পরে ছাত্ররাজনীতির জন্য কলঙ্কজনক ঘটনা। এটা শুধুমাত্র আন্তর্জাতিক আইনেই ভঙ্গ নয়; দেশীয় আইনে এটা ফৌজদারী অবরাধও।
তিনি আরও বলেন, ছাত্রলীগ গত কয়েকদিন ধরে প্রচার করেছেন যে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবেন। কিন্তু আমরা দেখলাম তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করছে, টর্চার সেলে পরিনত করেছে।
এটাকে আমরা আওয়ামী জাহেলিয়াতের যুগ হিসেবে অ্যাখ্যা দিচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রতি ছাত্রদলের শুরু থেকেই সমর্থন আছে, এ আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। এ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা সফল হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে রয়েছি। সাংগঠনিকভাবে নেই, তবে সর্বাত্মকভাবে রয়েছি। আমরা আজকে ঘোষণা করছি আমরা এখনই বিক্ষোভ মিছিল করব। এ হামলার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে, রাজাকার বলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করব।
তিনি বলেন, আগামীকাল সারাদেশে জেলায় জেলায়, মহানগরে, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করেছি।
ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদল নিজেদের ব্যানারে এ আন্দোলনে কোন কর্মসূচি দেবে না। তবে শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল দাবির সঙ্গে ছাত্রদল একমত রয়েছে। তাদের সঙ্গে একই ব্যানারে ছাত্রদল পাশে ছিল এবং থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।