চানখারপুলে ছাত্রলীগের গুলিতে আহত ৩ শিক্ষার্থী
মেহেদী হাসান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২০:৩৩
রাজধানীর চানখারপুল এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ৪ রাউন্ড গুলি করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এসময় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর চানখারপুলে সোয়া ৪টা নাগাদ এ ঘটনা ঘটে। এসময় এক শিক্ষার্থীর বুকে ও দুজনের পায়ে গুলি লেগেছে। আহত শিক্ষার্থীদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় শিক্ষার্থীরা।
চানখারপুলে এখনও ধাওয়া পালটা ধাওয়া চলছে। ছাত্রলীগ নাজিমুদ্দিন রোডের গলিতে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা চানখারপুল মোড়ে অবস্থান করছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’
প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।