ধ্বংসাত্মক কাজ করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেদী হাসান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২৩:৩১

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা দুর্ভোগ সৃষ্টি না করে রাস্তা থেকে সরে আসুক। তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করার। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত এই আন্দোলনে ইন্ধন দিতে পারে। সারাবিশ্বে কোটা পদ্ধতি আছে। অনগ্রসর গোষ্ঠীকে এগিয়ে নিতেই এটা করা হয়ে থাকে।

আমাদের এখানে কোটার বিষয়টি উচ্চ আদালতে আছে। তাই কোটা বাতিলের আগের সিদ্ধান্ত এখনও বহাল আছে। এ জন্য ছাত্রদের অপেক্ষা করা উচিত ছিল। তা না করে তারা রাস্তা অবরোধ করছে। এতে দুর্ভোগ ও কাজে সমস্যা হচ্ছে। তারা আদালতে না গিয়ে, আলোচনা না করলে সমস্যার সমাধান হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েনি। যারা শিক্ষার্থী, তারা অনেক কিছু বোঝেন না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top