কোটা সংস্কারের আন্দোলন এখন স্বাধীনতার বিরোধীদের হাতে চলে গেছে

মেহেদী হাসান | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৯:১৮

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন এখন স্বাধীনতার বিরোধীদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। বুধবার (১৭জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এই কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলনের সুতার নাটাই কোটাবিরোধী বা সংস্কারের আন্দোলন যারা করে, তাদের হাতে নেই। যারা স্বাধীনতার বিরোধী, একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করে গেছে, তাদের হাতে গেছেটি‘তুমি কে আমি কে/ রাজাকার, রাজাকার’ বলে যারা স্লোগান দিয়েছে, তারা নিজেরাই তাদের আসল চরিত্র প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক–কর্মচারী, বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক–কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সাবেক মন্ত্রী শাজাহান খান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাঁর নির্দেশে আমরা যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত ধৃষ্টতাপূর্ণ কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না।’

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top