শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোয়েন্দা পুলিশের অভিযানকে ‘নোংরা তামাশা’ বলে মন্তব্য করলেন রিজভী

মেহেদী হাসান | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ২২:১৯

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানকে ‘নোংরা তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৭জুলাই) গণমাধ্যমকে দেশবাসীসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। কিন্তু সেই দাবিকে আমলে না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়ে হতাহত করা হয়েছে। প্রধানমন্ত্রী এখন ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। যার কারণে বিএনপির প্রধান কার্যালয়ে মাঝরাতে অস্ত্র ও বিস্ফোরক রেখে তা উদ্ধারের নাটক সাজানো হয়েছে। এর উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া।

এ বিষয়ে দেশবাসীসহ সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। আগেও গভীর রাতে তাৎক্ষণিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘এটা (পুলিশের অভিযান) সরকারের একটি নোংরা তামাশা, নোংরা নাটক। উদ্দেশ্য হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীদের এক ধরনের বার্তা দেওয়া, তারা যেন ভয় পেয়ে যায়। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top