শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘ বিশেষ আদালতে বিচার করা হবে নাশকতাকারীদের ’

মেহেদী হাসান | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৪:৪০

ছবি: সংগৃহীত

অগ্নিসন্ত্রাস ও নাশকতাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ।

মন্ত্রী সারাদিন ক্ষতিগ্রস্থ সার্বিক ফিলিং স্টেশন, বাস ডিপোসহ ক্ষতিগ্রস্থ স্থানগুলো পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে বিচারের কথা উল্লেখ করে বলেন, সে দেশে ৬০ জনের মতো বাঙালি মিছিল করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। কারো যাবজ্জীবন, কারো দশ, কারো পাঁচ বছর সাজা দেয়া হয়েছে।

তারা যদি একটি মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে; তাহলে বাংলাদেশ কি এতই দুর্বল যে আজকে এদেশের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকারী দেশরত্ন শেখ হাসিনার সরকার এই সকল দেশদ্রোহীকে শাস্তি দিতে পারবে না? আমরা দাবি করবো বিশেষ আদালতে সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার।

মন্ত্রী আরো বলেন, যে হাতে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দিয়েছে সে হাত শুধু ভেঙ্গে গুড়িয়ে দিলেই হবে না, এর বেশি তাদের চরম শাস্তি দিতে হবে। যারা মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,  পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশবক্স, পেট্রোল পাম্প, বাস-ট্রাকসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে কোন অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা করবো। যেখানে আওয়ামী লীগের ঘাটি আজীবন, সেখানে জামাত-বিএনপি-শিবির-ছাত্রদল-স্বাধীনতা বিরোধীরা এতো শক্তি কোথা থেকে পেলো, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top