বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ফ্রান্সের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে সতর্ক

মেহেদী হাসান | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৮:১৩

ছবি: সংগৃহীত

ফ্রান্সের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছেন ঢাকায় ফরাসি দূতাবাস। সেই সঙ্গে বাংলাদেশে যাতে নতুন করে আর সহিংসতা না ছড়ায়, সে জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা।

রোববার (২৮ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলে, “সবাইকে শান্ত, সংযমী থাকার আহ্বান জানাই। সেই সঙ্গে নতুন করে যাতে সংঘাত না ঘটে, এর জন্য সংলাপের আহ্বান জানাই।” সেখানে আরও বলা হয়, “বাংলাদেশে ফ্রান্সের যেসব নাগরিক থাকেন, তাদের এবং যেসব ব্যক্তি বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তাদের সতর্ক করা হচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহত হওয়ার ঘটনা ঘটে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top