বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কোটা আন্দোলনের সমন্বয়কদের নিয়ে এক টেবিলে ডিবির হারুন

মেহেদী হাসান | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১৬:২৪

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে রবিবার (২৮ জুলাই) বসে নাস্তা করার কয়েকটি ছবি প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

২৮ জুলাই নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের যে পাঁচ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, তাদের নিয়ে পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ জানান।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে ডিবির হারুন লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে! ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।’

এর আগেও ফেসবুকে ডিবি কার্যালয়ে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খাওয়া বা নাস্তা করার ছবি শেয়ার করেছেন হারুন অর রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে রসালো মন্তব্য করেন। কেউ কেউ বিষয়টিকে 'হারুনের ভাতের হোটেল' বলেও আখ্যা দেন। তবে খাবার খাওয়ানোর বিষয়টি একটি সৌজন্যবোধের বহিঃপ্রকাশ বলেই মনে করেন পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top