মিরপুর-ধানমন্ডি থেকে আটক ২০, আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ
মেহেদী হাসান | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১৮:৫৩

আজ সোমবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা ইসিবি চত্বরে একত্রিত হন। পুলিশ এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।
দায়িত্বরত এক পুলিশের কর্মকর্তা জানান, বিক্ষোভকারীর গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে রাজধানীতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরের পর রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার রাতে (২৮ জুলাই) ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। পরে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে আজ ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।