বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৪, ১৩:০৩

খুব দ্রুত রাজনৈতিক পটপরিবর্তন হতে চলেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দল ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও সরকার এতে সাড়া দেয়নি। বরং নির্বাহী আদেশে দুটি শর্তে ছয় মাস করে তাকে মুক্তি দেওয়া হয়।
সব শেষে গত ২১ মার্চ নির্বাহী আদেশে আটবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ায় আওয়ামী লীগ সরকার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তার মুক্তির নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতিসহ একাধিক অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। মুক্তির পর সরকার গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কী ভূমিকা থাকবে, তার দিকেই নজর রাজনৈতিক মহলের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।