বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিস-নেতাকর্মীদের বাসায় হামলা

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৪, ২৩:০৬

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবরের পর বিক্ষুব্ধ জনতা রাজপথে আনন্দ মিছিল করে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

ঢাকাসহ সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের অফিস ও এমপি-মন্ত্রী-নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে গতকাল সোমবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে এবং জাজেস কমপ্লেক্সের অবস্থান কাকরাইলে। ঢাকার গুলিস্তানে গতকাল পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবন এবং রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গতকাল হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের কোতোয়ালি, ইপিজেড, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, পতেঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোতোয়ালি ও ইপিজেড থানায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।

ঝালকাঠিতে গতকাল সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ আওয়ামী লীগ নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

কুমিল্লা জেলার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে গতকাল স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নগরীর মুন্সেফবাড়ি এলাকায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলা পরিষদের সামনের বাসভবনে গতকাল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের ব্যক্তিগত অফিস, বরগুনা-১ আসনের এমপি গোলাম সরোয়ার টুকুর কার্যালয় ও জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বরগুনায়-১ আসনের সাবেক সংসদ সদস্যের বাসা ভাঙচুর অগ্নিসংযোগ, বরগুনা-২ আসনের সংসদ সদস্যের বাসা ভাঙচুর আওয়ামী লীগ অফিসসহ ১৫ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর।

বিক্ষুব্ধ জনতা ঢাকার ধামরাই থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, পৌরসভা, আনসার-ভিডিপি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

নাটোরের কান্দিভিটায় বিক্ষুব্ধ জনতা সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে তৈরী করা বহুল আলোচিত ‘জান্নাতি প্যালেস’ ও তার ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

কক্সবাজারের চারটি সংসদীয় আসনের বর্তমান ও সাবেক এমপিদের বাসা, অফিসসহ জেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, একজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাড়ি, আওয়ামী লীগ নেতার বাড়িতে গতকাল ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করেছে।

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরিফ আহমেদ, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসভবনে দূর্বৃত্তদের হামলা হয়। গাজী টায়ার কারখানায় হয় অগ্নিসংযোগ। এছাড়া, পূর্বাচল ক্লাবসহ বিভিন্ন আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, জেলা আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-অ‌ফিস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ও তার ভাইয়ের বাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতেও দেয়া হয় আগুন। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সেখানে। 

কে‌ন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালীর বাসায় দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ঘটিয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানা ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে হয়েছে অগ্নিসংযোগ।

পটুয়াখালীতে আওয়ামী লীগের অ‌ফিসে আগুন দেয়া হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ হয়েছে।

পঞ্চগড়ে ইউএনও’র বাসভবনে বাড়ি ভাঙচুর হয়েছে। এসিল্যান্ডের গাড়িতে দেয়া হয়েছে আগুন। জামালপুরে মির্জা আজমের শহরের বাড়ি ও মাদারগঞ্জের বাড়ি ভাঙচুর হয়েছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top