বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৪, ১৮:৫৪

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু রাজনীতিবিদরাই নন পালানোর চেষ্টায় রয়েছেন সাবেক সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।এরই মধ্যে কয়েকজনকে আটক করা হলেও দেশ ছেড়ে পালিয়েছে সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার। যদিও এ সময় তিনি সঙ্গে ছিলেন না বলে জানা গেছে।

বাহরাইনে উড়াল দিয়েছেন সাবেক সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজের স্ত্রী-সন্তান। আজ বুধবার সকাল সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।

এদিকে ফ্লাইটে আজিজের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক-ইন করেননি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি। ফ্লাইটটি সকাল ৮টা ২৪ মিনিটে বাহরাইন পৌঁছেছে।

বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি।সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এ ছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে।

বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের তোপের মুখে পড়ে গতকাল সোমবার দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top