দেশে ফিরে আসবেন শেখ হাসিনা: জয়
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৪, ২০:১১
মুক্তিকামী ছাত্র-জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে যখন আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই শেখ হাসিনা ফিরে আসবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে জয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তবে বৃহস্পতিবারের সাক্ষাতকারে জয় বলেছেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না।
কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব; আমরা তাদের একা ফেলে চলে যাব না।’
তবে শেখ হাসিনা বাংলাদেশে আবার রাজনীতিতে সক্রিয় হবেন কি না সে সম্পর্কে কিছু বলেননি তিনি। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’
এ ছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।