শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৪, ২৩:১৯
প্রবল জনবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে শোনা যাচ্ছে। এবার জানা গেল, ভারত সরকারও চেষ্টা করছে কীভাবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠানো যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তাকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ল্যামির সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জয়শঙ্কর। সেখানে শেখ হাসিনার পতনসহ অন্যান্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তবে তাদের বক্তব্যের বিস্তারিত কিছু জানা যায়নি।
গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজোয়াল্লাসে নেমে আসেন কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।