অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমী মানুষের কর্তব্য: ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৪, ২০:১৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায়, সে বিষয়ে অন্তর্র্বতী সরকারকে আমাদের মত দিয়েছি। সরকার কী কী করছে, কী কী করতে যাচ্ছেন, তা আমাদের শেয়ার করেছেন। এখন আমরা মনে করি, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমী মানুষের কর্তব্য।
আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে মির্জা ফখরুল বলেন, ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন।
বিএনপির এ নেতা বলেন, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য আওয়ামী লীগ দায়ী। দেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছে। যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, তারা আবার এ দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এতগুলো মানুষ-ছাত্রকে হত্যা করার পরও সেই দলটি (আওয়ামী লীগ) আবারও বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে। আমরা মনে করি এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।