বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

আয়নাঘর, এক ভয়ংকর গোপন কারাগার

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই আলোচনায় আসে আয়নাঘর। এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে। কিন্তু এটা বাস্তবে আছে কি না, তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল। কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল, বাস্তবে আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়।

আয়নাঘর আসলে গুমঘরের ছদ্মনাম। সিটিআইবির সাউন্ডপ্রুফ ইনভেস্টিগেশন সেলে বন্দিদের নির্যাতন করা হতো। ১০ ফুট বাই ১০ চৌকো ঘর। উঁচু ছাদ। আর উপরে থাকত এগজ়স্ট ফ্যান। আর একটা ছোট্ট আলো। বাইরে দিন কি রাত বোঝার উপায় ছিল না। ঘরে কোনও জানলা ছিল না। শুধু দু’টো দরজা ছিল। একটা কাঠের। একটা লোহার। খাঁচার মতো। প্রথমে সেই খাঁচার মতো লোহার দরজা। তার পরে কাঠের দরজা। তাতে থাকত একটা ছোট গোল গর্ত। সেখান থেকে প্রহরীরা দেখে নিতেন, ভিতরে কে কী করছে।’

বিশাল এক্সজস্ট ফ্যানটি চলত জোরে শব্দ করে। এই ফ্যানের আওয়াজ ঘরের প্রতিটি শব্দকে ঢেকে দিত। তবে প্রতিদিন নিয়ম করে একটি সময়ে ৩০-৪০ মিনিট এই ফ্যানটি বন্ধ রাখা হতো। জিজ্ঞাসাবাদের জন্য ছিল আলাদা ঘর। সেই ঘরগুলিকে বলা হত ‘টর্চার রুম’। আয়নাঘর। শুনতে সাদামাটা মনে হলেও এর পিছনে রয়েছে নানান লোমহর্ষক নির্যাতনের ঘটনা ও হাজারো রহস্যের বেড়াজাল। এটা এমন এক স্থান যেখানে বন্দিদের নিয়ে চরম নির্যাতনের ঘটনা ঘটত। বিভীষিকাময় অধ্যায় কোনও দিন মুছবার নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top