মরদেহ পোড়ানো পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪

ছবি: সংগৃহীত

পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলি করে ছাত্র হত্যা ও পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপার নিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া আব্দুল্লাহিল কাফী গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন। তাই আব্দুল্লাহিল কাফীকে বি এস আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ৩ সেপ্টেম্বর (২০২৪) থেকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর থেকে পুলিশ কর্মকর্তা কাফীকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় ডিবি পুলিশ। ভ্যানের সেই মরদেহগুলো আগুনে পোড়ানো হয়।

সম্প্রতি আশুলিয়া এলাকার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক লাশ তুলছে। ওই মরদেহগুলো পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তা তদন্ত করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top