প্রবীণ সাংবাদিক শফিক রেহমান হাসপাতালে ভর্তি

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন তিনি। শফিক রেহমান ডায়াবেটিস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিওলাইসিস রোগে ভুগছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শফিক রেহমানকে দেখতে আজ বুধবার হাসপাতালে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শফিক রেহমানের অসুস্থতার খবর পেয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পাঠিয়েছেন। তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। তারেক রহমান তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

গত ১৮ আগস্ট দীর্ঘদিন পর দেশে ফেরেন শফিক রেহমান। আওয়ামী সরকারের রোষানলে পড়ে সাংবাদিক শফিক রেহমান ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর চলতি বছর তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মামলাটিতে ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন। এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের করেন পুলিশের এক কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top