শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছয় মাস কারাভোগের পর দুই দিন আগেই তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

এ দিন দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।

দিল্লিতে কয়েক মাস পর নির্বাচন উল্লেখ তিনি আরও বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব। এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।

তিনি আরও বলেন, ‘আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দিন।‘ কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই করতে আগামী দুই দিনের মধ্যে আম আদমি পার্টির বিধায়কদের একটি সভা অনুষ্ঠিত হবে৷ সভায় আম আদমি পার্টির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। পরবর্তীতে এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি।

এই সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে নভেম্বরেই অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেওয়া ভাষণে কেজরিওয়াল নরেন্দ্র মোদী সরকারকে ব্রিটিশদের চেয়েও স্বৈরাচারী বলে অভিহিত করেন।

তিনি জানান, “আমি গণতন্ত্র বাঁচাতে চেয়েছিলাম বলে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিনি। তারা (কর্নাটকের মুখ্যমন্ত্রী) সিদ্দারামাইয়া, (কেরলের মুখ্যমন্ত্রী) পিনারাই বিজয়ন, (বাংলার মুখ্যমন্ত্রী) মমতা দিদির (ব্যানার্জি) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি অ-বিজেপির কাছে আবেদন করতে চাই, তারা যদি আপনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তাহলে পদত্যাগ করবেন না। এটি তাদের নতুন খেলা।"

এদিকে কেজরিওয়ালের পদত্যাগের বিষয়ে বিজেপি প্রশ্ন তোলেন, "৪৮ ঘণ্টা পরে কেন? তার আজই পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এমন করেছেন।“ আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তবে সেই মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার পর সাথে সাথেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। অবশেষে ৬ মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top