হাসিনার পুকুরে মাছ ধরতে পারলেন না আসিফ-নাহিদ-মাহফুজ
রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৬:০১
                                        গণ-অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট গণভবন থেকে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেওয়া অন্তর্র্বতী সরকার গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানায়। গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার। প্রস্তাবিত সেই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।
সোমবার (২৮ অক্টোবর) গণভবন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সঙ্গে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও আছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে...।’ ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি. দ্র. : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’ এছাড়া কমেন্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে ক্যাপশনের মাস্টারমাইন্ড উল্লেখ করেছেন তিনি।
এদিকে, উপদেষ্ঠা নাহিদের ফেসবুক পোস্টে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাইক পড়েছে ১ লাখ ৪৬ হাজার, কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৯ হাজার। এছাড়াও ফেসবুক পোস্টটি শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার।
ফেসবুক পোস্টটির কমেন্টে অনেকে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করেছেন। মহসিন রেজা নামে একজন কমেন্টে লিখেছেন, “হাসিনার পুকুরে” কথা টা সম্পূর্ণ ভুল। এটা বাংলাদেশের মানুষের পুকুর। হাসিনা এতদিন দখল করে রেখেছিল শুধু।’ হাবিবুর রহমান জুয়েল নামে আরেকজন লিখেছেন, ‘তোমরা ই গড়বে আগামীর সোনার বাংলা, সাথে আছি আমরা। বুড়দের দিন শেষ, তারুণ্যের বাংলাদেশ।’ জান্নাতুল বুসরা নামে আরেকজন লিখেছেন, ‘কোন এক দুপুরে, ফ্যাসিস্টের পুকুরে।’
৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এদিন আন্দোলনকারীরা ভবনে প্রবেশ করে দখলে নেয় আন্দোলনকারীরা। এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্র্বতী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে বলে জানানো হয়েছিল।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।