গণভবন পরিদর্শন শেষে যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৮:২১
দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের অপশাসন, নির্যাতন, খুন-গুম ও স্বৈরাচার উৎপাতের প্রতীক হিসেবে দ্রুততম সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে পরিণত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এ নির্দেশনা দেন প্রধান উপদষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্র্বতী সরকারের তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বসবাস করতেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘গণভবনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে।’
পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার দুঃশাসন ও তাকে ক্ষমতাচ্যুত করার সময় জনগণের ক্ষোভের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা উচিত।’ গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী গণভবনে প্রবেশ করে। তারা গণভবনের দেয়াল ও বিভিন্ন কক্ষে গ্রাফিতি ও প্রতিবাদ নোট যেমন খুনি হাসিনা লিখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।
প্রধান উপদেষ্টা বলেন, গণভবনে নির্মিত জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিলিপি তৈরি করা উচিত, যেখানে হাসিনার নিরাপত্তা এজেন্সিগুলো শত শত নিরপরাধ ও বিরোধী দলীয় কর্মীদের বন্দি করে রেখেছিল।
ড. ইউনূস বলেন, এতে আয়নাঘরের বন্দিদের কষ্ট দর্শনার্থীরা অনুধাবন করতে পারবেন।জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলেন। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।