রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা হয়েছে। বুধবার দুই দেশের সেনাপ্রধানের মধ্যে এই ভার্চুয়াল বৈঠক হয় বলে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক পোস্টের বরাতে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

এই বৈঠকের বিষয়ে সকাল সন্ধ্যার পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়েছে, এবিষয়ে কোনও কিছু জানানোর থাকলে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তবে বিকাল পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনও সংবাদ বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে আসেনি।ভারতীয় সেনাপ্রধানের এক্স পোস্টে বলা হয়, ভার্চুয়াল বৈঠকে দুই দেশের সেনাপ্রধান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এটাই প্রতিবেশী দুই দেশের সেনাপ্রধানের মধ্যে প্রথম বৈঠক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তা নিয়ে দুই দেশের কূটনীতিক সম্পর্কেই টানাপড়েন চলছে। শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে বাংলাদেশে। এর মধ্যে বেশিরভাগই মামলাতেই তার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। ইতোমধ্যে এই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হবে। এমন পরিস্থিতিতে বুধবার ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top