অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১৭:০৮
অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস
অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। তবে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, তার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ ২৯) ফাঁকে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে, সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি।
কারাগারে পাঠানো হলো ১৩ আসামিকে
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদেরকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত সংস্থার আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো।
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।
আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি প্রফেসর এ কে আজাদ খানকে সভাপতি করে ১২ সদস্যের স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করেছে সরকার। আজ সোমবার (১৮ নভেম্বর) এই এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে ও সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন
সাংবাদিক কামাল আহমেদকে কমিশন প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সেখান বলা হয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টার অনুশাসন রয়েছে। প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এসময় কলেজকে বিশ্ববিদ্যালয় করা দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে, সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি। এর আগে, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা।
রাশিয়ার ব্যাপক আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভসহ, দোনেস্ক, লভিভ এবং ওডেসার বিভিন্ন জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় প্রাইভেট জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুতহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনেরগো জানিয়েছে, সোমবার পুরো ইউক্রেনে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে।
শরিফুল রাজ অতীত! আবারও প্রেমে পড়েছেন পরীমণি?
বরাবরই আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরীমনি। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্যাপন—সবকিছুতেই যেন পরীমনি আলোচনার একটি নাম। প্রেম আসবেই- কথাটি সত্যি হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনে। আবারও প্রেমে পড়েছেন তিনি। আর বিষয়টি নায়িকা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তবে মনের মানুষটি কে- এ বিষয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।