এইচএসসি ও সমমান পরীক্ষা: ২৪ সেপ্টেম্বর বোর্ড প্রধানদের বৈঠক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিনিধি:
করোনা মহামারির কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসতে যাচ্ছেন দেশের সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে। একইসঙ্গে, জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

বোর্ড কর্মকর্তারা জানান, যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন শিক্ষার্থীদের এ বিষয়ে অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top