৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান
রাজীব রায়হান | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা-গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরা অবস্থায় বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছেন।
আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। কারণ বিএনপি আপনার পরিবার। আপনাদের সবার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে নেতাকর্মীদের সংযত রাখলে দলের সুনাম বয়ে আসবে, সে দিকে খেয়াল রাখতে হবে সবাইকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।