সীমান্তে যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৩৬

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সীমান্তে কোনও ধরনের আতঙ্কিত হওয়ার কিছু ঘটে নাই। আমরা সব সময় প্রস্তুত আছি যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য।’ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির রুদ্ধদ্বার সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাদকের জন্য টেকনাফ খ্যাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‌মাদকের জন্য বাংলাদেশে মি. বদিও জন্য বিখ্যাত ছিল। কিন্তু মাদক অনেক আগের সমস্যা। তবে মাদক রোধ করতে হবে সবার সহযোগিতা দরকার। কারণ এটা শুধু আইন দিয়ে সমাধান করা সম্ভব না। সীমান্তে সব পরিস্থিতি সমাধান হয়ে গেলে নাফ নদে মাছ শিকারসহ শাহপরীর দ্বীপে করিডোর খুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘‌সীমান্ত বাহিনীর অগোচরে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। সব বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফাঁকি দিয়ে কিছু বাংলাদেশি অসাধু দালালচক্র মরিয়া হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে। এ দালাল চক্রকে প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার। না হলে এরা ভয়ংকর হয়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের প্রধান সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বিশ্বের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরিস্থিতি যাই হোক অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কিছু কিছু জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে। আমরা নির্বাচনের সময় কিছু কিছু জায়গা থেকে বিজিবি সরিয়ে নিয়েছি, সেই সব জায়গায় নতুন করে বিজিবি মোতায়েন করা হচ্ছে, অন্য কিছু নয়।’

উপদেষ্টা বলেন, ‘একসময় রংপুরকে মঙ্গাপীড়িত এলাকা বলা হতো। এখন কিন্তু মঙ্গা নেই, খাদ্যে উদ্বৃত্ত এলাকা রংপুর। এবার রংপুর ও রাজশাহী বিভাগে প্রচুর ধান উৎপাদন হয়েছে। সারের কোনও সংকট নেই। সারের সংকট দেখলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। কোনও ধরনের অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলু উৎপাদনের বৃহৎ এলাকা এখন রংপুর অঞ্চল। গত দু’বছরে ভালো লাভ পাওয়ায় উৎপাদন এলাকা বাড়ছে। এই সুযোগে ব্যবসায়ীরা আলু বীজের দাম বাড়িয়ে দিয়েছে। আলুচাষীদের চেয়ে মধ্যস্বত্বভোগী ও ধনীরা আরও বড়লোক হতে চাচ্ছে। এটা যেন না হয়, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। এজন্য মোবাইলকোর্ট পরিচালনা করা হবে, যাতে কৃষকরা সঠিক দামে বীজ কিনতে পারে। বিএডিসি ও ব্র্যাক সাধারনত দেশে আলু বীজ সরবরাহ করে। যদিও প্রয়োজনের তুলনায় তা কম। সেজন্য এবারও নেদারল্যান্ড থেকে ৩ হাহার টন আলু বীজ আনা হয়েছে।

ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top