বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: আহত-নিহতদের তালিকা তৈরিতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৩:১২

ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর কেটে গেছে দুই দিন। আতঙ্ক, কান্না আর অনিশ্চয়তায় দিন কাটছে অসংখ্য পরিবারে। এখনও পর্যন্ত নিখোঁজ বা আহত অনেকের খোঁজ মিলেনি। এই অবস্থায়, আহত, নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুলাই) স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত হয় কমিটি। তাদের কাজ—ঘটনাস্থল পরিদর্শন, পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা। তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে এই কমিটিকে।

কমিটিতে আরও আছেন: উপাধ্যক্ষ মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং শিক্ষার্থী প্রতিনিধি—মারুফ ও ভাসনিম। এই তালিকা শুধু স্কুলের ব্যবস্থাপনার জন্য নয়—সরকার, উদ্ধারকারী বাহিনী এবং সাহায্যকারী সংস্থাগুলোর কাছেও হস্তান্তর করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কাজ শুরু করেছে কমিটি। প্রতিটি পরিবার, প্রতিটি শিশুর সঠিক অবস্থান জানানো হবে দ্রুত সময়ের মধ্যে। এদিকে, আলাদা করে আরও একটি প্রশাসনিক দল কাজ করছে—উদ্ধার, চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি ও নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণে।

২১ জুলাইয়ের মর্মান্তিক এই ঘটনার পর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়। প্রতিটি শিশুর নাম, প্রতিটি জীবনের খোঁজ—এই তালিকা শুধু একটি কাগজ নয়, এটি দায়বদ্ধতার প্রতীক। আমরা চাই, যেন আর কোনো স্কুল ট্র্যাজেডি না দেখতে হয় আমাদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top